ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও ১০ যাত্রী।
রবিবার (২৭ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে সাভার হাইওয়ে থানা।
সাভার হাইওয়ে পুলিশ (ওসি) সাজ্জাত হোসেন বাংলাদেশ প্রতিদিনেক বলেন, ঢাকাগামী যাত্রীবাহী ওই বাসটিকে পিছনে থাকা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এসময় মহাসড়কে বাসটি উল্টে গিয়ে হেলপার নিহত হয়। নিহত হেলপারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হলেও চালকরা পালিয়ে গেছে। আহতের উদ্ধার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত