শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।
আজ রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে শিক্ষক-কর্মচারী ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভাগীয় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাকবিশিস বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আ.ক.ম মিজানুর রহমান সেলিম, বাকবিশিস বিভাগীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সদস্য সচিব অধ্যক্ষ মো. মসিউর রহমান, অধ্যক্ষ হানিফ তালুকদার এবং টুনু রানী কর্মকার প্রমুখ।
বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি জানান। মানববন্ধন সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন শিক্ষক-কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিনিধি/আবু জাফর