ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৭ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ধস্তাধস্তির ঘটনায়’ শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। যেই মামলায় পুলিশের ওপর হামলা, মারধর, হত্যাচেষ্টার পাশাপাশি বিস্ফোরক আইনের অভিযোগও আনা হয়। গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে থেকে আখতারকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় ৫ মে নিম্ন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আজ তাকে জামিন দেয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন