রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে আগুনের ঝলকানি দেখা গেছে। বিস্ফোরণটি একটি ভবনে বা ভবনের সামনে হয়েছে। কেউ কেউ বলছেন এটি ভবনের এসির বিস্ফোরণ।
বিস্ফোরণের ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তবে বিস্ফোরণটি কী কারণে হয়েছে তা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। তবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ চারটি ইউনিট পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত