রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। এ ঘটনায় দগ্ধ ও আহতদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রত্যেকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।
রবিবার রাতে এ তথ্য জানান শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
তিনি জানান, তিনজন ছাড়া বাকি ১৪ জন আশঙ্কামুক্ত।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে নিহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, বিস্ফোরণের ঘটনায় ওই ভবনের নিচতলার অংশ উড়ে গেছে। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখব।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন