রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আলী আহাদ আহত হয়েছেন। বিস্ফোরিত কাচের টুকরার আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।
ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন তিনি।
রবিবার সাড়ে ১০টায় আহত আলী আহাদ জানান, তার মাথায় ও কোমরে গুরুতর জখম হয়েছে। মাথায় দুটি ও কোমরে ৫টি সেলাই করা হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষত সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। এ ঘটনায় দগ্ধ ও আহতদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন