রবিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ছয়জনের পরিচয় জানা গেছে।
তারা হলেন- প্রাইভেটকার চালক স্বপন মিয়া, আজমেরি পরিবহনের বাসের চালক আবুল কাশেম, পথচারী রুহুল আমিন নোমান, রেডিও ধ্বনির আরজে মোস্তাফিজুর রহমান, দশ মাসের শিশু সোবহানা এবং তার মা জান্নাতুল ফেরদৌস। এদের মধ্যে তিনজন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান। একজন আসেন মগবাজারের একটি হাসপাতাল থেকে। শিশু সোবহানা ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা জান্নাতুল ফেরদৌস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের আউটার সার্কুলার রোডে আড়ংয়ের বিপরীতে ওই ভবনটিতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, ‘আমাদের হিসাবমতে মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ৬৬ জন আহত হয়েছেন। আর মারা গেছেন তিনজন।’
ঢাকা মেডিকেলে ছয়জনের লাশের কথা বলার পর লিমা খানম বলেন, ‘আমাদের হিসাবের পর হয়ত এসব লাশ সেখানে গেছে।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন