ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১০, ৫৩ ও ৫৭ নম্বর ওয়ার্ড হতে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়াও এ পর্যন্ত সার্বিকভা প্রায় ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। আজ রবিবার বিকেলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, ডিএসসিসি মেয়র কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম সমন্বয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এ সময় তিনি ১৪, ১৮, ২২ ও ৪১ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শকদেরকে (কনজারভেন্সি ইন্সপেক্টর(সিআই)) দক্ষিণ সিটির নিজস্ব ফেসবুক গ্রুপে সরাসরি (লাইভে) সংযুক্ত হয়ে সাথে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে চলমান অবস্থান ও কার্যক্রম সম্পর্কে জানতে চান এবং নানাবিধ দিকনির্দেশনা দেন।
পরে ডিএসসিসি মেয়র ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার জাহান আলোর সাথেও কথা বলেন। এ সময় বর্জ্য অপসারণ সম্পর্কিত সন্তোষজনক অগ্রগতি জানানোয় কাউন্সিলর আলোকে মেয়র ধন্যবাদ জানান। এসময় ডিএসসিসি মেয়র দুপুর ২টা ৫ মিনিট থেকে দুপুর আনুমানিক ৩টা পর্যন্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করেন।
অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, মেয়রের একান্ত সহকারী মারুফ রশিদ খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান ও সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক