বরিশালে সন্ধ্যা ৬টার মধ্যে কোরবানির যাবতীয় বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে সিটি কর্পোরেশন। রবিবার দুপুর ২টা থেকে সিটি কর্পোরেশনের প্রায় ১ হাজার পরিচ্ছন্ন কর্মী এবং ১৫টি ট্রাক ও পানির গাড়ি বর্জ্য অপসারণ কাজে ব্যবহৃত হয়।
এবার কোরবানি কম হওয়ায় নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ হয়েছে বলে দাবি করেছেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
এবার মাত্র ৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছিলো সিটি কর্পোরেশন। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার দুপুর ২টায় নগরীর ৩০টি ওয়ার্ডের নির্ধারিত ১৪২টি পয়েন্টে কোরবানির বর্জ্য অপসারণ শুরু করে পরিচ্ছন্ন কর্মীরা। ২৫টি ট্রাক ও পানির গাড়ি, ১০টন ব্লিচিং পাউডার এবং প্রায় ১ হাজার পরিচ্ছন্ন কর্মী দীর্ঘ প্রায় ৪ ঘণ্টায় নগরীর যাবতীয় কোরবানির বর্জ্য অপসারণ করে। তারা ব্লিচিং দিয়ে পানি স্প্রে করে কোরবানির স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
এর আগে নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৬ হাজার পলিব্যাগ বিতরণ করে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের ১০টি টিম পরিচ্ছন্ন কাজ তদারকি করে।
বিডি প্রতিদিন/আবু জাফর