আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও ঢাকার শ্যামপুর কদমতলীতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক শ্যামপুর থানা বিএনপির সাবেক সভাপতি ও ছাত্রনেতা আ ন ম সাইফুল ইসলাম এ ঈদ পরবর্তী পুনর্মিলনীর আয়োজন করেন।
ঈদ পরবর্তী পুনর্মিলনী মিলনমেলায় রূপ নেয়। মিলন মেলায় সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদ আনন্দ উপভোগ করেন তিনি। ঢাকার ধোলাইপাড় বাসস্ট্যান্ডে আ ন ম সাইফুল ইসলামের নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে দুপুরে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আ ন ম সাইফুল ইসলাম বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে ইস্পাত-দৃঢ় ঐক্যের বন্ধন থাকতে হবে। ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমেই দল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। এই নিশিরাতের আওয়ামী সরকারকে বিদায় করতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের কোনো বিকল্প নেই। সাইফুল যোগ্য নেতৃত্বের জন্য নেতাকর্মীদের মধ্যে আগামীতে নেতৃত্ব দেয়ার স্পৃহা থাকতে হবে। আগামীতে কঠিন সময় আসছে। যেকোনো সময় আন্দোলনের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। এ জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, শ্যামপুর কদমতলী থানাকে ঢাকা মহানগরীর রূপক থানা হিসেবে গড়ে তুলবো। আগামীতে এই অঞ্চল থেকেই গণতন্ত্র পুনঃউদ্ধার এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে গণআন্দোলনে নেতৃত্ব দেয়ার অগ্রণী ভূমিকা রাখবে। নিশিরাতের এ আওয়ামী দুঃশাসনের কবর রচনা হবে, এখান থেকেই ইনশাআল্লাহ।
ঈদ পরবর্তী পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলীম-আল-বারী জুয়েল, ৪৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্মের আহ্বায়ক তরিকুল ইসলাম পলাশ, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাসির মোল্লা, শ্রমিক দল দক্ষিণের সদস্য মো. সেলিম, শ্যামপুর থানা বিএনপির নেতা মির্জা আব্দুল খালেক লিটন, ৫১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ টিপু, ৫২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. বাদল রানা, ৫৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সদস্য সচিব শুভ শিকদার, ৫১নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. আলী মান্নান, ৪৭নং ওয়ার্ডের সদস্য সচিব এম. এ. মুরাদ (মামুন), শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম রনি, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ নেওয়াজ, আব্দুল্লাহ আবু সাইদ রনি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ, দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস কে ওয়াহিদুজ্জামান রিপন, কদমতলী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রুবেল আহমেদ।
বিডি প্রতিদিন/আবু জাফর