পাঠ্য পুস্তক থেকে বিবর্তনবাদ বাদ দেয়াসহ শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মহানগর ছাত্রফ্রন্টের ব্যানারে সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রফ্রন্টের সহসভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বিএম কলেজ শাখা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বিজন সিকদার, মহানগর ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার, আলেকান্দা সরকারি কলেজ শাখার সংগঠক লামিয়া সাইমুন, বিএম কলেজ শাখার সদস্য লিয়া মনি ও সরকারি বরিশাল কলেজ শাখার সংগঠক মৃদুলা মজুমদার।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        