৫ এপ্রিল, ২০২৩ ২০:০৯

বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. আব্দুল হাকিমের ইন্তেকাল

অনলাইন ডেস্ক

বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. আব্দুল হাকিমের ইন্তেকাল

প্রফেসর ডা. আব্দুল হাকিম আকন

দেশের স্বনামধন্য চিকিৎসক ও সার্জন প্রফেসর ডা. আব্দুল হাকিম আকন মঙ্গলবার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। গতকাল বাদ আছর রাজধানীর রায়েরবাজার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

কর্মজীবনে প্রথিতযশা এ চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক সার্জন, বাংলাদেশ ক্যান্সার হাসপাতালের বিভাগীয় (সার্জারি) প্রধানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত অমায়িক, উদার, রোগীবান্ধব হিসেবে পরিচিত ছিলেন। বাংলাদেশে কর্মরত অসংখ্য প্রথিতযশা সার্জনের তিনি শিক্ষক ছিলেন।  

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর