গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পাঁচ সিটি করপোরেশনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা সিইসিসহ অন্যরা বারবার বলে আসায় তার দল এতে অংশ নিয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। সিটি নির্বাচন নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান আরও বলেন, গাজীপুরে হাতপাখা প্রতীকের প্রচারণায় বিধিবহির্ভূতভাবে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটরা হস্তক্ষেপ করছেন। সেইসঙ্গে বাধা দিয়ে নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিতে ও সরকারদলীয় প্রার্থীর পক্ষে তারা কাজ করছেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কোনো কোনো ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেছেন।’ ভোট গ্রহণের দিন এমন অবস্থা থাকলে এবং প্রশাসন এমন আচরণ করলে গাজীপুর সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ইসলামী আন্দোলন প্রার্থী। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত পরিচ্ছন্ন গাজীপুর সিটি গড়তে নগরবাসীকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গাজী আতাউর বলেন, বিজয়ী হলে তিনি যে কোনো মূল্যে গাসিককে দুর্নীতিমুক্ত করবেন। প্রতি বছর তার, কাউন্সিলর এবং সিটির কর্মকর্তা-কর্মচারীদের আয় বিবরণী প্রকাশ করা হবে। ই-টেন্ডারিং চালু করা হবে। সিটি করপোরেশনের সব কাজ দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কস্ট ইফেক্টিভনেস বিবেচনায় প্রদান করা হবে। বিগত সব দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, মহানগরের প্রতিটি পরিবারকে সমন্বিত সুপেয় পানি সরবরাহের আওতায় আনা হবে। সে জন্য সারফেস, গ্রাউন্ড ও রেইন ওয়াটারের পরিকল্পিত বৈজ্ঞানিক ব্যবহার করা হবে। পানি শোধনাগার স্থাপন করা হবে। প্রতিটি কারখানায় ইটিপি বাধ্যতামূলক করা হবে। দূষণ প্রতিরোধে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে। পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো শিল্পকারখানা স্থাপন করতে দেওয়া হবে না। পরিবেশের ক্ষতি করে- এমন কোনো উন্নয়ন কর্মকা- করা হবে না। গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি স্থাপন করা হবে। গাজী আতাউর বলেন, সর্বসাধারণের জন্য নগর স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে। এগুলো আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত হবে। প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রেই প্রয়োজনীয় আইসিইউ ব্যবস্থা ও অ্যাম্বুলেন্স রাখা হবে। সিটি করপোরেশনের প্রতিটি অফিসে সিটিজেন চার্টার প্রদর্শন বাধ্যতামূলক করা হবে। বিশ্বের সেরা নগরভবনগুলোর সঙ্গে মিল রেখে প্রখ্যাত স্থাপত্যবিদ এবং পরিকল্পনাবিদদের তত্ত্বাবধানে নির্মাণ করা হবে গাজীপুর নগরভবন। পাশাপাশি বিভিন্ন জোন কার্যালয়গুলো যাতে আধুনিক মানের করে গড়ে তোলা যায়, সেই চেষ্টাও থাকবে।
শিরোনাম
- বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : মঈন খান
- সারা দেশে বিশেষ অভিযানে আরও ১৬৬৫ জন গ্রেফতার
- সিংড়ায় খাঁচাবন্দি ৮ টিয়া উদ্ধার করে অবমুক্ত
- নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে : ফারুক
- ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যোগ করলো ইসি
- পঞ্চগড়ে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- শাবিপ্রবিতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত
- যশোরে সাংবাদিক শামছুর রহমানের ২৫তম শাহাদতবার্ষিকী পালিত
- লক্ষ্মীপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় পৃথক দুই মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২০৫৩ মামলা
- চোরাই তার নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা করা হয় : ডিএমপি
- হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা
- সোহাগ হত্যা মামলার আরেক আসামি পটুয়াখালী থেকে গ্রেফতার
- শহীদ ওয়াসিমের বাড়িতে ছাত্রদল, কবর জিয়ারত করলেন নেতাকর্মীরা
- কুষ্টিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- ঘাস ক্ষেতে মিলল নিখোঁজ শিশুর লাশ
- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা
- সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর ৮ দিনের রিমান্ডে
- অ্যাশেজে খেলতে সবকিছু করতে প্রস্তুত আর্চার
প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের
গাজী আতাউর
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
এনসিপির গাড়িবহরে ফের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ
১ মিনিট আগে | রাজনীতি

‘ইরানের শত শত বিজ্ঞানীর মস্তিষ্কে পরমাণু জ্ঞান, বোমা মেরে ধ্বংস করা অসম্ভব’
৩৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম