বরিশালে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল তেল ফসলের জাত বিনা তিল-২ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলার রহমতপুর বিনা উপকেন্দ্রে এ মাঠ দিবসের অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার ৭০ জন কৃষক অংশগ্রহণ করেন।
সকালে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জেল ইসলাম। রহমতপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. মো. আবদুল মালেক, প্রকল্প পরিচালক ও বিনা ময়মনসিংহের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম এবং বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিদ্দিকুর রহমান।
বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমানসহ অংশগ্রহণকারী কৃষকরা।
সভার সভাপতি ড. ছয়েমা খাতুন জানান, দেশে ভোজ্য তেলের ঘাটতি পূরণের লক্ষ্যে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা তিল-২ চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে এই মাঠ দিবসের আয়োজন করা হয়েছে। সাধারণ তিল ফসল জলাবদ্ধতা সহ্য করতে পারে না। এর গড় ফলন হেক্টর প্রতি ১.৩ টন থেকে দেড় টন। বিনা উদ্ভাবিত বিনা তিল-২ কিছুটা (পাঁচদিন পর্যন্ত) জলাবদ্ধতা সহ্য করতে পারে। নতুন জাতের বিনা তিল-২ এর হেক্টর প্রতি ফলন ১.৮ টন থেকে ২ টন। ভোজ্য তেলের চাহিদা পূরণে নতুন জাতের বিনা তিল-২ চাষ সম্প্রসারণে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয় মাঠ দিবসের অনুষ্ঠানে।
বিডি প্রতিদিন/এমআই