এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অতীতের মতো সরকার আবারও বিরোধী দলীয় কর্মসূচি বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে। গ্রেফতার, হুমকি-ধমকি এবং পথে পথে বাধা সৃষ্টি করে ঢাকামুখী মানুষের স্রোত রুখে দেয়ার জন্য তারা নোংরা খেলায় মাতোয়ারা হওয়ার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সকল বাধা বিপত্তি ডিঙ্গিয়ে ২৮ অক্টোবরের সমাবেশগুলো গণতন্ত্রকামী জনগণ সফল করবে এবং এই বাধা সরকারের জন্য বুমেরাং হবে।
আগামী ২৮ অক্টোবর এবি পার্টি ঘোষিত ‘গণতন্ত্র সমাবেশ’ বাস্তবায়নের লক্ষ্যে বুধবার এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।
বেলা ১২টায় এবি পার্টির বিজয় নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।সভায় মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ জোটের ‘মহাসমাবেশ’ কর্মসূচির পাশাপাশি এবি পার্টির ‘গণতন্ত্র সমাবেশ’ নিয়েও জনমনে ব্যাপক আগ্রহ ও সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। জনগণের ম্যান্ডেট ছাড়া রাতের আঁধারে ভোট ছিনতাই করে সরকারী দল গত ১৫ বছর ধরে এদেশকে অবৈধভাবে শাসন-শোষণ করে জনবিচ্ছিন্নতার চরম পর্যায়ে পৌঁছে গেছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণ, অর্থনৈতিক সংকট এবং জনবিচ্ছিন্নতা এই সরকারের পতনকে অনিবার্য করে তুলেছে।
সভায় বিভিন্ন উপ-কমিটির প্রস্তুতিগত অগ্রগতি ও পর্যালোচনা তুলে ধরে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, গাজীপুরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসাইন, সদস্য সচিব এম আমজাদ খান, অ্যাডভোকেট সাঈদ নোমান, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুবনেতা তোফাজ্জল হোসেন রমিজ, মাসুদ জমাদ্দার রানা, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, যুবপার্টির যুগ্ম সদস্য সচিব হাদিউজ্জামান, সহকারী প্রচার সম্পাদক মিনহাজুল আবেদীন শরীফ, সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, যুবনেত্রী সুলতানা রাজিয়া, শাহিনুর আক্তার শীলা, দক্ষিণের নেত্রী আমেনা বেগম, ফেরদৌসী আক্তার অপি, উত্তরের সংগঠক সেলিম খান, আব্দুর রব জামিল, জেসমিন আক্তার মুক্তা, স্মরণ চৌধুরী, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, যুগ্ম আহ্বায়ক সোহাগ হোসাইন সহ কেন্দ্রীয়, মহানগরী ও বিভিন্ন অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত