বিএনপি জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০ টায় নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করে বিকাল ৩ টায় শেষ হয়। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, সন্ত্রাসী সংগঠন বিএনপি জামায়াতের অবৈধ অবরোধ জনগণ প্রত্যাখান করেছে। জনগণকে সাথে নিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র যেকোন মূল্যে রুখে দেওয়া হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় বিজয়ী করেই ঘরে ফিরবে স্বেচ্ছাসেবক লীগ।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, স্বাধীনতার পরাজিত শত্রু, ১৫ই আগস্ট ও ২১ আগস্টের খুনিচক্র এক ও অভিন্ন। বিএনপি জামায়াত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চিহ্নিত শত্রু। মানুষের জানমাল রক্ষার স্বার্থে জনগণকে সাথে নিয়ে আগুন সন্ত্রাসী বিএনপি জামায়াতের খুনি চক্রকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এদেশের উন্নয়ন অগ্রগতির একমাত্র বাতিঘর। তিনি এদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে চান এটা বিএনপি জামায়াতের সহ্য হয় না। অপশক্তি চক্র বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিহত করতে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিডি প্রতিদিন/হিমেল