দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জনসাধারণের মাঝে শুভেচ্ছা সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। বুধবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে শহরের নিউ মার্কেট এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ, ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম জোয়ার্দ্দার, মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসিন, মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান বাবু, যুগ্ম আহ্বায়ক আলমাস উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যার আগে শহরের ধানবান্ধি মতিন সাহেবের ঘাট এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সাধারণ ভোটারদের ভোট বর্জনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, গণতন্ত্রগামী জনগণের আন্দোলন কখনো বৃথা যাবে না। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। গণতন্ত্রের বিজয় অবশ্যই আসবে।
বিডি প্রতিদিন/এমআই