রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্য নির্বাহী কমিটির প্রস্ততিমূলক সভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
রবিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে প্রস্ততিমূলকসভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ।
সভায় সকল কার্যনির্বাহী কমিটির সদস্যদের সমর্থনে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী কাঞ্চন, সদস্য মো. ফরুখ হোসেন, মো. আজাদ মিয়া, মো. তছলিম মিয়া।
আগামী সাধারণ সভায় এই কমিটি তাদের দায়িত্বভার গ্রহণ করে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা করবেন।
বিডি প্রতিদিন/হিমেল