১৭ জানুয়ারি, ২০২৪ ১৭:৩০

বরিশালে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা

প্রতীকী ছবি

বরিশালে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। কনকনে শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের জনজীবন। 

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. হুমায়ুন কবির জানান, বুধবার সকাল ৯টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, সোমবার মৌসুমের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস এবং গত রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। 

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। তবে দিনমজুর শ্রেণির মানুষ পড়েছেন মহাবিপাকে। শীত উপেক্ষা করে কাজে সন্ধানে নামতে হচ্ছে তাদের। 

আগামীকাল বৃহস্পতিবার বরিশাল ও খুলনা অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. হুমায়ুন কবির। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর