২০ এপ্রিল, ২০২৪ ১৬:৫১

হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন ভবনের দশতলা থেকে নিচে পড়ে মো. রফিক (৩৫) নামের এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে হাজারীবাগ বাইতুল মহরম মসজিদের পাশে একটি নির্মাণাধীন দশতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. শাহীন বলেন, রফিক পেশায় রড মিস্ত্রি, নির্মাণাধীন ভবনের দশ তলায় ঢালাই সিট খোলার সময় অসাবধানতাবশত উপর থেকে ছয় তালার সেফটি টিনের উপর পড়ে টিন ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মৃত রফিক ভোলার তমিজউদ্দীন উপজেলার বাসিন্দা। রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিন মেয়ের জনক ছিলেন তিনি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর