৮ আগস্ট, ২০২৪ ১৫:৫৩

বিভিন্ন দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে মেট্রোরেলের কর্মচারীরা

অনলাইন প্রতিবেদক

বিভিন্ন দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে মেট্রোরেলের কর্মচারীরা

বিভিন্ন দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমডিসিএল) ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। 

বৃহস্পতিবার কোম্পানির কর্মচারীরা পাঁচ দাবিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মবিরতি ঘোষণা করেন। গত মঙ্গলবার (৬ আগস্ট) থেকেই তারা কর্মবিরতিতে আছেন।

কর্মচারীদের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর বৈষম্য দূরীকরণে আমাদের দাবি সমূহ-

১। বৈষম্যহীন বেতন কাঠামো অর্থাৎ সকল গ্রেডের একই রকম বেতন কাঠামো যা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ২.৩ গুণ হারে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ প্রদান করতে হবে।

২। সরকারি যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সিপিএফ সুবিধা প্রদান করতে হবে।

৩। অন্যান্য সকল সরকারি মালিকানাধীন কোম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর সাথে সমন্বয় করে প্রমোশন ব্যবস্থা চালুকরণ ও সকল ধরনের ভাতাদি সম্মিলিত সার্ভিসরুল প্রদান করতে হবে।

৪। শিক্ষানবিশকাল শেষে অন্যান্য সকল সরকারি মালিকানাধীন কোম্পানির যোগদানের তারিখ থেকে স্থায়ীকরণ করতে হবে।

৫। স্টেশন ও ডিপোসহ সকল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ডিউটি প্রদান করতে হবে।

মেট্রোরেলের কর্মচারীদের সূত্রে জানা যায়, তাদের মধ্যে দাবিগুলো নিয়ে অনেক আগ থেকে আলোচনা করছেন। আর বেশ কিছুদিন আগে থেকেই তারা কর্মবিরতিতে আছেন। আজকে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি ঘোষণা করেছেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর