প্রশাসনকে দায়িত্ব বুঝে নিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যবস্থা ও রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের দাবি জানিয়ে বরিশালে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও মিছিল করেছেন। আজ বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন করে তারা।
বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমি হক মানববন্ধনে সভাপতিত্ব করেন। বরিশাল সিটি কলেজের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএম কলেজের শিক্ষার্থী জাকির হোসেন ও মারিয়াম বিনতে মোর্শেদ, বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জান্নাত আরা রিয়া, বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থী সোহানুর ইসলাম সিয়াম, সরকারী বরিশাল কলেজের শিক্ষার্থী রাইদুল ইসলাম সাকিব ও নদী আক্তার, বরিশাল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ইসান ইসলাম প্রমুখ।
সাধারন শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সহ শান্তি শৃঙ্খলারক্ষায় স্থানীয় ছাত্র জনতা নিয়ে স্বেচ্ছাসেবী বাহিনী গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে ছাত্রদের সহায়তা করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেজুরভিত্তিক সন্ত্রাসী ছাত্র রাজনীতি বন্ধ করার দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল