গণমাধ্যমের পূর্ণাঙ্গ সংস্কার ও নিয়োগ কমিশন গঠন, ফ্যাসিবাদের দোসরদের অপসারণ, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগে স্বেচ্ছাচারিতা এবং মব জাস্টিস সংঘটনের প্রতিবাদে আজ গণপ্রতিরোধ অনুষ্ঠিত হবে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিকাল তিনটায় এ কর্মসূচির আয়োজন করেছে বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন। সংগঠনের সমন্বয়ক, লেখক ও সাংবাদিক আহমেদ আল আমীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গণপ্রতিরোধ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। গণমাধ্যমে বৈষম্য দূরীকরণ ও ন্যায্যতা ফিরিয়ে আনতে সম্প্রতি বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন যাত্রা শুরু করে। এই সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভ্রাতৃপ্রতীম হিসেবে কাজ করে।