সাভারের আশুলিয়ায় পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (৩০ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ভূঁইয়াপাড়া, সারদাগঞ্জ, কাশিমপুর ও গাজীপুর এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে দেওয়া পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে গ্যাস সংযোগে ব্যবহৃত নিন্মমানের ২০০ মিটার পাইপ অপসারণ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগে ব্যাবহৃত চুলা, রাইজারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপমহাব্যবস্থাপক প্রকৌশলী কে এম মনিরুল ইসলাম (আবিবি-সাভার), তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম, উপব্যবস্থাপক আনিসুজ্জামান, সহকারী প্রকৌশলী মো. সুমন আলী, উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
আবু সাদাৎ মো. সায়েম বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার আশুলিয়ার ভূঁইয়াপাড়া, সারদা গঞ্জ, কাশিমপুর, ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণের পাশাপাশি ২ কিলোমিটার এলাকাজুড়ে দেয়া অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিন্মমানের পাঁচ’শ মিটর পাইপ, চুলা ও রাইজারসহ বিভিন্ন সরঞ্জামাদিক জব্দ করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।