কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে। আকস্মিক এই অভিযানে ঝাউলাহাটি এলাকার এসএম স্টিল, নিউ সরদার এন্টারপ্রাইজ, খান এন্টারপ্রাইজসহ আরও চারটি নামবিহীন কারখানার অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে। এর মাঝে বার বার্নার ১৮টি, পাইপ বার্নার ৪টি, স্টার বার্নার ৬টি এবং সিএফটির পরিমাণ ৮,২০০।
আজ সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ-এর নেতৃত্বে মেঢাবিবি-৫, ধানমন্ডি এর আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় তিতাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে একাধিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় ২১০ ফুট জি আই পাইপ, ৪০ ফুট এম এস পাইপ, ১২ টি কম্প্রেসর/বুস্টার, ৩৩০ কেজি বার্নারের মালামাল/লোহার সরঞ্জাম ও ১০টি পাইপ বার্নার জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসনকে অবহিত রেখে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি এজন্য তাৎক্ষণিক কোনো দণ্ড আরোপ করা যায়নি। এই অবস্থায় সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, ধানমন্ডিকে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ