রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর কনকর্ড টাওয়ার সামনে অজ্ঞাতনামা এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৪৫)।
সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল।
তিনি বলেন, শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে বাংলামোটর কনকর্ড টাওয়ারের সামনে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়। খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বিকাল পোনে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী ভিক্ষা করতেন। এছাড়া তার মাথায় কিছুটা সমস্যাও রয়েছে। তার পরিচয় নির্ণয়ের জন্য সিআইডি ক্রাইম সিনের প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত