নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুযারী) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে এ বিশাল আনন্দ র্যালি শুরু হয়ে মৌচাক হয়ে পুনরায় শিমরাইল মোড় সৌদি বাংলা মার্কেটের সামনে এসে শেষ করা হয়।
র্যালিতে জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্তর্ভুক্ত বিভিন্ন থানা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সির সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলামের নেতৃত্ব আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি মির্জা এনএইচ রুবেল, সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহম্মেদ মুন্না, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নেতা আনোয়ার হোসেন, ফতুল্লা থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নেতা সেলিম মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, ইঞ্জি. আবু সাঈদ, আনোয়ার হোসেন আনু, সাদিকুর রহমান নোপেল, সদস্য রুমা খাতুন, আল-আমিন ও আসাদুজ্জামান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল