বাংলাদেশের পোশাক শিল্পে নতুন সংযোজন হিসেবে বেসরকারি পর্যায়ে প্রথমবারের মতো ফেব্রিক টেস্টিং ল্যাব চালু করেছে ব্লু ড্রীম গ্রুপ। প্রতিষ্ঠানটি ১৬ বছর ধরে ব্যবসা পরিচালনা করছে এবং আইএসও সার্টিফিকেশন অর্জন করেছে।
ব্লু ড্রীম গ্রুপ ছয়টি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে, যা হলো— ব্লু ড্রীম কো. লিমিটেড, ব্লু ড্রীম ফ্যাব্রিক লিমিটেড, ব্লু ড্রীম ইন্টেরিয়র ডিজাইন লিমিটেড, ব্লু ড্রীম লেদার লিমিটেড, ব্লু ড্রীম রিয়েল এস্টেট লিমিটেড এবং এশিয়ান লাইফ ফাউন্ডেশন (নন-প্রফিট সংস্থা)।
এর মধ্যে ব্লু ড্রীম কো. লিমিটেড দেশের অন্যতম বৃহৎ হোলসেল পোশাক ব্র্যান্ড, যা ডিলার, শোরুম ও ডিপোর মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। বর্তমানে ১৩৯৫টি ডিলার, ডিপো ও শো-রুম রয়েছে, পাশাপাশি বিশ্বের ৫৩টি দেশে ৮৭টি শোরুম, ডিলার ও ডিলার পয়েন্ট রয়েছে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথমবারের মতো ডিলার, ডিপো এবং শোরুম সিস্টেমে ব্যবসার কার্যক্রম শুরু করে। ফলে দেশ ও বিদেশের ব্যবসায়ীরা এই কাঠামোর মাধ্যমে ব্যবসা পরিচালনার সুযোগ পাচ্ছেন।
ব্লু ড্রীম গ্রুপ তুরস্ক, পাকিস্তান, চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার সরবরাহকারীদের কাছ থেকে কাপড় সংগ্রহ করে, যা দিয়ে ৪৮ ধরনের পোশাক তৈরি করা হয়। বাজারের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড ডিজাইনও তৈরি করছে প্রতিষ্ঠানটি।
পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ‘Green Factory’ ধারণা গ্রহণ করেছে। বেসরকারি পর্যায়ে প্রথমবারের মতো আধুনিক ফেব্রিক টেস্টিং ল্যাব চালু করেছে ব্লু ড্রীম, যা উৎপাদিত পোশাকের মান ও নিরাপত্তা নিশ্চিত করে।
ব্লু ড্রীম ব্যবসায়ীদের জন্য বিনামূল্যে পণ্য সরবরাহ, গেস্ট হাউসে থাকা-খাওয়ার সুবিধা, গ্রাহকের কাছ থেকে ভ্যাট না নেওয়া এবং অবিক্রীত পণ্য ফেরত নেওয়ার সুযোগ দিচ্ছে। এছাড়া সেরা বিক্রেতাদের জন্য প্রাইভেট কার, মোটরসাইকেল, বিদেশ ভ্রমণ ও নগদ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
ব্লু ড্রীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ জানান, প্রতিষ্ঠানটি কর্মীদের বেতন প্রতি মাসের ১ তারিখের মধ্যে পরিশোধ করে। এছাড়া প্রতিষ্ঠানটি কর্মীদের জন্য রেশন সুবিধা চালু করেছে।
প্রতিষ্ঠানটি তাদের লাভের ২০% ব্যয় করে পরিচালিত ৩টি এতিমখানার জন্য। এছাড়া শ্রমিকদের স্বাস্থ্যবিমা, চিকিৎসা সেবা, পেনশন ও শিশুদের শিক্ষাবৃত্তির সুবিধা প্রদান করা হয়।
ব্লু ড্রীম গ্রুপের লক্ষ্য দেশের পোশাক শিল্পকে আরও শক্তিশালী করা ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত করা।
বিডি প্রতিদিন/আশিক