আসন্ন কোরবানি ঈদে বর্জ্য ব্যবস্থাপনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
বুধবার (২৮ মে ২০২৫) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসন্ন ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় ওয়ার্ড ভিত্তিক ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে বলে সভায় জানানো হয়।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, শহর পরিচ্ছন্নতায় যারা দিন রাত পরিশ্রম করেন তাদের স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে। এবং সিটি কর্পোরেশনের জনবল সংকট উত্তরণে দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে।
তিনি সভায় কোরবানির বর্জ্য যথাসম্ভব দ্রুততার সঙ্গে অপসারণের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম এবং সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/মুসা