রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মিজানুর রহমান (৪২) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে গুলিস্তান বাসস্ট্যান্ড এলাকায় নারায়ণগঞ্জগামী রজনীগন্ধা পরিবহন থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
নিহত মিজানুর নোয়াখালীর চাটখিল উপজেলার আবুল খায়েরের ছেলে। বর্তমানে তিনি সাদ্দাম মার্কেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন
মৃতের ছোট ভাই মাইনউদ্দিন জানান, মিজানুর নিউ মার্কেটের নূর ম্যানশন মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। বেলা আনুমানিক ১২টার দিকে তিনি ইনকাম ট্যাক্সের জন্য রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের কাছে এক আইনজীবীর কাছে যাচ্ছিলেন। পরে খবর পান, ভাই বাসে অচেতন অবস্থায় পড়ে আছেন। ওই পরিবহনের লোকজনের সহায়তায় মিজানুরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে পাকস্থলী পরিষ্কার করার পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তবে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিজানুরের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম