ঢাকার আশুলিয়া এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪। আটক মাদক কারবারিরা হলেন- মো. সজীব মোল্লা (২১) ও মো. ইমরান (২০)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (১২ জুলাই) রাতে আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি জানিয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ