থাইল্যান্ড ও মালয়েশিয়ার আদলে বাংলাদেশেও বিনিয়োগকারীদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি
বিনিয়োগ আকর্ষণের জন্য এই প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে আজ এই প্রণোদনা চূড়ান্ত হতে পারে।
অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানায়, প্রণোদনা প্যাকেজ প্রণয়নের জন্য বেপজার সদস্য (অর্থ)-কে আহ্বায়ক করে গঠিত কমিটি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন দেশের প্রণোদনা পর্যালোচনা করে একটি সুপারিশমালা তৈরি করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ (মঙ্গলবার) অনুষ্ঠেয় বৈঠকে সিদ্ধান্ত হলে ওই সুপারিশ অনুযায়ী প্রণোদনা দেওয়া হবে বিনিয়োগকারীদের।
বেপজা আরও জানায়, বিনিয়োগের ক্ষেত্রে সরকার এতটাই আন্তরিক যে সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মতো বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদেরও এই প্রণোদনা সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই প্রণোদনা প্যাকেজের ঘোষণা এমন একটি সময়ে আসতে যাচ্ছে যখন চীন ও জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহ দেখাচ্ছে। এরই মধ্যে জাপানের সরকারি সংস্থা জেট্রো এক জরিপের তথ্য দিয়ে বলেছে, তাদের প্রায় ৮০ শতাংশ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, যাদের মধ্যে বিশ্বখ্যাত অটোমোবাইল কোম্পানি ইয়ামাহা মোটর করপোরেশন, টয়োটা মোটর করপোরেশনসহ ডেনসো, ওয়াইকেকে এবং পেনাসোনিকের মতো ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে। এমনকি ভোক্তারাও বাংলাদেশে বিনিয়োগের খোঁজখবর নিচ্ছেন। অনেকে আবার ফিলিপাইন, ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ সুবিধা তুলনা করেও দেখছেন। জানতে চাইলে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সচিব মোহাম্মদ আবদুস সামাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার জন্য বিপুল পরিমাণ দেশি-বিদেশি বিনিয়োগ দরকার, মূলত সেদিকে লক্ষ্য রেখেই এই প্রণোদনা দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। এর ফলে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগ সুবিধা হবে সবচেয়ে বেশি, যা দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি।
বিনিয়োগকারীরা যে সুবিধা পাবেন : প্রণোদনা প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সাব-কমিটি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়ার সুপারিশ করেছে সেগুলো হচ্ছে- বিনিয়োগের ১ম ও ২য় বছরে শতভাগ আয়কর রেয়াত পাবেন বিনিয়োগকারীরা। ৩য় ও ৪র্থ বছরে ৫০ শতাংশ এবং ৫ম বছরে ২৫ শতাংশ আয়কর সুবিধা দেওয়া হবে। মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ও নির্মাণ সামগ্রী আমদানিতে থাকছে শুল্ক সুবিধা। উৎপাদিত পণ্য রপ্তানিতেও থাকছে একই সুবিধা। দ্বিপক্ষীয় চুক্তি সাপেক্ষে দ্বৈতকর রেয়াত দেওয়া হবে। ইপিজেডের ভিতরে এবং বাইরে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সাব-কন্ট্রাক্টের সুবিধা দেওয়া হবে। এ ছাড়াও থাকছে ১০ শতাংশ ফিনিশড পণ্যে (গার্মেন্ট ব্যতীত) ইপিজেডের বাইরে স্থানীয় শুল্ক এলাকায় বিক্রির সুবিধা; থাকছে বিদেশি নাগরিকদের বেতনের ওপর ৩ বছর পর্যন্ত আয়কর মওকুফ সুবিধা। এ ছাড়াও কোনো জোনে কাঁচামালসহ আমদানিকৃত পণ্যের ওপর কোনো কাস্টম ডিউটি, মূল্য সংযোজন কর (ভ্যাট) আবগারি শুল্ক অথবা অন্য কোনো মাশুল আরোপ করা হবে না। দেওয়া হবে লভ্যাংশ কর হতে অব্যাহতি। দেশের অভ্যন্তরে অবস্থিত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে শতভাগ কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণ বিক্রয় সুবিধা; দীর্ঘস্থায়ী জমি/কারখানার জায়গা নিবন্ধনের জন্য ৫০ শতাংশ স্ট্যাম্প শুল্ক এবং নিবন্ধন ফি অব্যাহতি দেওয়া হবে। অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে ব্যবহৃত সব ধরনের ইউটিলিটি সেবাদানের ক্ষেত্রে ৮০ শতাংশ ভ্যাট সুবিধা দেওয়া হবে। অর্থনৈতিক অঞ্চলকে শুল্ক বন্ডেড এলাকা হিসেবে মূল্যায়ন করা হবে। দেশি-বিদেশি বিনিয়োগের সীমারেখা থাকবে না। বিদেশি বিনিয়োগকারীদের মূলধন ও লভ্যাংশ ফেরতের সুবিধা থাকছে। আরও থাকছে বিনিয়োগের জন্য বৈদেশিক মুদ্রায় ঋণ নেওয়ার সুবিধা। অনাবাসিকদের বৈদেশিক মুদ্রা ডিপোজিটের অনুমতিও দেওয়া হবে। শুধু তাই নয়, যৌথ বিনিয়োগ ও সম্পূর্ণ দেশি বিনিয়োগে স্থাপিত শিল্পের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট পরিচালনার অনুমতিও দেওয়া হবে। জানা গেছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইনসহ কয়েকটি দেশের বিনিয়োগকারীদের যে সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে সেগুলো পর্যালোচনা করে প্রণোদনা প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সাব-কমিটি গত ১১ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই পুনর্গঠিত সুপারিশমালা জমা দেয়। তবে এর আগে গত ২৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় ডেভেলপারদের কাছ থেকেও প্রণোদনা প্যাকেজের সুপারিশ নেওয়া হয়। ওই সুপারিশমালায় ডেভেলপাররা যা চেয়েছেন সেগুলো হচ্ছে : অর্থনৈতিক অঞ্চলের জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি’র অব্যাহতি; লোন বা ক্রেডিট ডকুমেন্ট রেজিস্ট্রির ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি অব্যাহতি; অর্থনৈতিক অঞ্চলে নিজ উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে তা বিক্রয় অথবা ক্রয়ের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ১০ বছরের জন্য ভ্যাট অথবা বিক্রয় কর অব্যাহতি, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) স্থাপনের ক্ষেত্রে খরচের শতকরা ৫০ ভাগ পর্যন্ত মূলধন ভর্তুকি প্রদান; অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের ক্ষেত্রে কাস্টমস ও এক্সাইজ ডিউটি অব্যাহতি প্রদান; লভ্যাংশ আয়ের ওপর কর অব্যাহতি প্রদান; সেবা আয়ের ওপর কর অব্যাহতি প্রদান; পেট্রোলিয়াম পণ্য ছাড়া অভ্যন্তরীণ শুল্ক এলাকা থেকে ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট ও বিক্রয় কর অব্যাহতি সুবিধা এবং ডেভেলপার কর্তৃক আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ। এ ব্যাপারে প্রণোদনা প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক বেজার সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান গত বৈঠকে জানান, থাইল্যন্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের অর্থনৈতিক অঞ্চলে ডেভেলপারদের জন্য পৃথক কোনো প্রণোদনা প্যাকেজ দেওয়া হয় না।
কারণ সেখানে জোন ডেভেলপার হিসেবে সরকারি সংস্থা দায়িত্ব পালন করে থাকে। তবে জোনের শিল্প ইউনিটগুলোর জন্য আলাদা আলাদা প্যাকেজ রয়েছে। বিনিয়োগকারীদের জন্য ওইসব দেশের দেওয়া সুযোগ-সুবিধা পর্যালোচনা করে এই পুনর্গঠিত সুপারিশ প্রণীত হয়েছে।
শিরোনাম
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
থাইল্যান্ড মালয়েশিয়ার আদলে প্রণোদনা পাবে বিনিয়োগকারীরা
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বৈঠক
রুকনুজ্জামান অঞ্জন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর