রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
সংস্কৃতি

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

আলোচনাসভা, বুদ্ধিজীবীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, প্রতীকী অবস্থান, চলচ্চিত্র প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শনী, নাটক মঞ্চায়নসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বাংলা একাডেমি : সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী সমাধি, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করে বাংলা একাডেমি। 
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান : শিল্পকলা একাডেমির মূল গেটের সামনে আলোচনায় অংশগ্রহণ করেন শহীদ পরিবারের সদস্য শিমূল ইউসুফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট : সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তারানা হালিম। 
রুখে দাঁড়াও বাংলাদেশ : কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে গণমিছিল। 
জাতীয় জাদুঘর : কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর