রবিবার, ১১ মে, ২০১৪ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্টের সর্বাধুনিক প্রযুক্তির প্রশংসায় রাজউক প্রকৌশলীরা

বসুন্ধরা সিমেন্ট প্লান্ট পরিদর্শন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকৌশলীরা এর সর্বাধুনিক প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণের প্রশংসা করেছেন। তারা রাজউকের বিভিন্ন মেগা প্রজেক্টে বসুন্ধরা সিমেন্ট অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। গতকাল রাজউকের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বসুন্ধরা সিমেন্ট প্লান্ট পরিদর্শন করে। রাজউকের সদস্য (উন্নয়ন) নাঈম আহমেদ খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) বিধান চন্দ্র ধরসহ বিভিন্ন প্রকল্পের পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীরা। পরিদর্শন অনুষ্ঠানের শুরুতে বসুন্ধরা সিমেন্ট প্লান্ট সম্পর্কে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন হেড অব প্লান্ট প্রকৌশলী মো. শামস্ উদ্দিন। রাজউক প্রকৌশলীরা বসুন্ধরা সিমেন্ট তৈরিতে ব্যবহৃত সর্ববৃহৎ ভিআরএম মিল, কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, প্যাকেজিং সিস্টেম ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলের নেতা নাঈম আহমেদ খান বসুন্ধরা সিমেন্টের প্রযুক্তি, মান নিয়ন্ত্রণের প্রশংসা করে রাজউকের বিভিন্ন মেগা প্রজেক্টে বসুন্ধরা সিমেন্ট অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বসুন্ধরা সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট বিভাগ এ প্রোগ্রামের আয়োজন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর