অত্যাধুনিক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) তৈরি করেছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। গত সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত ইভিএম থেকে এই যন্ত্রটি অধিক নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছেন উদ্ভাবকরা।
উদ্ভাবক দলের একজন মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র প্রশান্ত ভট্টাচার্য জানান, তাদের উদ্ভাবিত ইভিএম ব্যবহার করে ভোট দেওয়া সম্পূর্ণ নিরাপদ। এ যন্ত্রটি জাল ভোট দেওয়ার চেষ্টা শনাক্তের পাশাপাশি আলাদা তিনটি সার্ভারে তথ্য সরবরাহ করবে। অনলাইন ও অফ লাইনে ব্যবহারযোগ্য এই ইভিএম যন্ত্রটি কেউ ছিনিয়ে নিলেও ভোট গণনায় কোনো ব্যাঘাত ঘটবে না। যে তিনটি সার্ভারে যন্ত্রটি তথ্য সরবরাহ করবে তার যে কোনো একটি থেকে ভোটের তথ্য পাওয়া যাবে। চার্জ ছাড়াও ইভিএমটি দুই দিন চালানো সম্ভব হবে। উদ্ভাবকরা আরও জানান, ইভিএম চুরি বা ছিনতাই হলে স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রটি তার অবস্থানের জানান দেবে। ফলে এটি উদ্ধার করাও সহজ হবে। নির্বাচন কমিশন অনুমতি দিলে ইভিএমটিতে আরও নতুন কিছু সুবিধা সংযোজন করা যাবে বলে জানিয়েছেন উদ্ভাবক প্রশান্ত ভট্টাচার্য। ইভিএম তৈরি প্রকল্পের তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সৈয়দ রেজওয়ানুল হক নাবিল। নাবিল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ড্রোন আবিষ্কার করেছিলেন। সৈয়দ রেজওয়ানুল হক নাবিল বলেন, মাত্র ৫ হাজার টাকা হলেই এই মেশিন তৈরি করা যায়। ইভিএমে ভোটারদের আঙ্গুলের ছাপ, চেহারা শনাক্ত, ডিজিটাল আইডি কার্ড ব্যবহারসহ আরও কিছু সুবিধা সংযুক্ত করা যাবে।
শিরোনাম
- অন্তর্বর্তী সরকার সংবিধানের মৌলিক রদবদল করার ম্যান্ডেট রাখে না : জিল্লুর রহমান
- হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
আধুনিক ভোটিং মেশিন তৈরি করল শিক্ষার্থীরা
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর