অঘটন ঘটে গেল স্প্যানিশ লা লিগায়। গতকাল শনিবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়েল সোসিদাদের বিরুদ্ধে ৩-১ গোলে হেরে গেল জেরার্দো মার্টিনোর দল। বৃথা গেল মেসির গোল। এই ম্যাচ হারের ফলে লা লিগার শীর্ষে উঠে গেল রিয়েল। ২৫ ম্যাচে বার্সার সংগ্রহ ৬০ পয়েন্ট। তারা লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়েল।
খেলার ৩২ মিনিটে বার্সার মিডফিল্ডার অ্যালেক্স সং আত্মঘাতী গোল করে এগিয়ে দেন সোসিদাদকে। এর চার মিনিট পর একটি গোল করে দলকে সমতায় ফেরান মেসি। বিরতির সময় ম্যাচের ফল ছিল ১-১। ৫৪ মিনিটে অ্যান্টনি গ্রিজম্যান গোল করে সোসিদাদকে এগিয়ে দেয়। এক গোলে পিছিয়ে পড়ার পরে ম্যাচে সমতা ফেরানোর জন্য মরিয়া চেষ্টা চালিয়েও ব্যর্থ হন মেসিরা। ৫৯ মিনিটে জুরুতুজা গোল করে সোসিদাদের পক্ষে ৩-১ করেন।