বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বেসরকারি স্কুলেও এলাকা কোটা

৭ নভেম্বরের মধ্যে শিক্ষার্থী জরিপ

নিজস্ব প্রতিবেদক

সরকারি স্কুলগুলোর মতো বেসরকারি স্কুলেও শিক্ষার্থী ভর্তিতে ৪০ শতাংশ ‘এলাকা কোটা’ থাকছে। রাজধানীর বিদ্যালয়গুলোর ‘এলাকা’ চিহ্নিত করার জন্য জরিপ পরিচালনা করা হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০১৬ চূড়ান্তকরণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘এলাকা কোটা’ শুধুই রাজধানীর জন্য হবে, নাকি সারা দেশের জন্য, তা বৈঠকে আলোচিত হলেও সিদ্ধান্ত হয়নি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ভর্তি ফরমের মূল্য ও সেশন ফি বাড়ানোর দাবি জানানো হলেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষাসচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ভর্তির ক্ষেত্রে এলাকা কোটা নির্ধারণের ব্যাপারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রথমে আপত্তি জানালেও প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার কারণে তা মেনে নেন। আপত্তির কারণ হিসেবে তারা জানান, এতে শিক্ষার্থীর সংখ্যা ও মান হ্রাস পেতে পারে। বৈঠক সম্পর্কে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ জানান, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শিক্ষার্থী ভর্তিতে ৪০ শতাংশ এলাকা কোটা রাখার বিষয়ে তারা একমত হয়েছেন। ঢাকা মহানগরীর সব এলাকায় এ কোটা মেনে ভর্তি করা হবে। শিক্ষা অঞ্চলকে ক্যাচমেন এরিয়ায় ভাগ করা হবে। বৈঠক সূত্রে জানা গেছে, সব স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ৪০ শতাংশ কোটায় ভর্তি নেওয়া হবে। বিদ্যালয়ের এলাকা চিহ্নিত করার জন্য ওই এলাকার ভর্তিযোগ্য শিক্ষার্থীদের সংখ্যা সম্পর্কে জরিপ পরিচালনা করা হবে। রাজধানীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৭ নভেম্বরের মধ্যে জরিপ পরিচালনা করে থানা শিক্ষা কর্মকর্তাকে জানাবে। থানা শিক্ষা কর্মকর্তা এ তথ্য পর্যালোচনা করে ১০ নভেম্বরের মধ্যে রিপোর্ট করবেন। তার ভিত্তিতে স্কুলগুলোর এলাকা নির্দিষ্ট করা হবে। সভায় উপস্থিত অধ্যক্ষরা বেসরকারি স্কুলে ভর্তি ফরমের মূল্য ও সেশন ফি বাড়ানোর দাবি জানান। ২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের মূল্য ও সেশন ফি বাড়ানো হবে কিনা, এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর