দেশে বর্তমানে ৮২টি বিমা কোম্পানি রয়েছে, যার মধ্যে ৩৬টি লাইফ ইনস্যুরেন্স ও ৪৬টি নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। এসব কোম্পানির কাছে ১৩ লাখ গ্রাহকের বিমা দাবি বকেয়া রয়েছে ৬ হাজার ৯৪৮ কোটি টাকা। এর মধ্যে লাইফের বকেয়া ৪ হাজার ৪১৪ ও নন-লাইফের ২ হাজার ৫৩৪ কোটি। ২০২৪ সাল পর্যন্ত গ্রাহকের এসব দাবি পরিশোধ করা হয়নি।
গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম আসলাম আলম। রাজধানীর মতিঝিলে আইডিআরএর প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইডিআরএর নির্বাহী পরিচালক মুনিরা বেগম, সেলিম রেজা, আবদুল মজিদ; সদস্য ফজলুল হক, আবু বক্কর সিদ্দিক, সাদেকুর রহমান ও সাইফুন্নাহার সুমি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৩০টি জীবন বিমা কোম্পানি ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকিতে আছে ১৫টি। আর মধ্যম ঝুঁকিতে রয়েছে ১৫টি। ছয়টি বিমা কোম্পানি ভালো অবস্থানে আছে। গ্রাহকের আস্থা হারানোর ফলে ৫৪ লাখ পলিসি হ্রাস পেয়েছে। বর্তমানে ৭১ লাখ পলিসি চালু আছে।
এ সময় আরও জানানো হয়, জীবন বিমা কোম্পানির ১৩ হাজার ১৩ কোটি টাকা দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ৮ হাজার ৫৯৯ কোটি। আর নন-লাইফে ৩ হাজার ৭৭১ কোটি টাকা দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ১ হাজার ২৩৭ কোটি। এ ছাড়া বিমা কোম্পানিগুলিতে বর্তমানে ৫ লাখ ৮১ হাজার মানুষ কাজ করছেন। তবে তাঁদের অনেকেই দক্ষ নন। আইডিআরএর নিজস্ব জনবল আছে ১৬০ জন। সরকার বিমা আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক, আইনগত, ডিজিটাল এ তিন খাতে সংস্কার হবে। এর আলোকে আইডিআরএ ৪১টি আইটি পারসোনেলসহ ৫৩৫টি নতুন পদের জন্য প্রস্তাব দিয়েছে। এ সময় আইডিআরএর আর্থিক ক্ষমতা কমে গেছে জানিয়ে বলা হয়, আমাদের নতুন করে কোনো সঞ্চয় হচ্ছে না। আগের সঞ্চয় দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।