রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধাসহ আট দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষক-কর্মকর্তারা ও কর্মচারীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের এগ্রনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আবদুল আলিম বলেন, ‘প্রাতিষ্ঠানিক সুবিধা ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সবখানে আছে। এই সুবিধা থেকে কেবল আমরা বঞ্চিত হয়েছি। এটা অবিচার। আমরা প্রশাসনের কাছে এই ন্যায্য অধিকার ফিরে চাই।’ যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আন্দোলন চলবে।’ কর্মকর্তা সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা সুস্পষ্ট অধিকার আদায়ে আন্দোলন করছি। প্রশাসনকে এটার ন্যায্যতা সম্পর্কে অবহিত করেছি। অবিলম্বে আমরা এই অধিকার ফেরত চাই। অন্যথায় কঠোর আন্দোলনের পথে যেতে আমরা বাধ্য হব।’
এর আগে, ১৬ আগস্ট এক মতবিনিময় সভায় প্রতিষ্ঠানিক সুবিধাসহ ক্যাম্পাসর নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পর্যাপ্ত আবাসিকতা, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকগণের জন্য ব্যক্তিগত চেম্বারের ব্যবস্থা ও গবেষণার জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুদমুক্ত ঋণের ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের দাপ্তরিক কাজের পরিবেশ উন্নয়ন এবং ফ্যাসিবাদী, দুর্নীতিবাজ ও নিপীড়কদের দ্রুত বিচার ও শান্তি নিশ্চিতকরণেরও দাবি জানান তারা। উল্লেখ্য, গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।