২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন মৌসুমে বড় চমক হলো ক্যাটাগরি ‘এ’-তে কোনো ক্রিকেটারকেই রাখা হয়নি। ফলে গত মৌসুমে শীর্ষ ক্যাটাগরিতে থেকে এবার এক ধাপ নিচে নেমে ক্যাটাগরি ‘বি’-তে জায়গা হয়েছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।
মঙ্গলবার ঘোষিত কেন্দ্রীয় চুক্তি তালিকায় মোট ৩০ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় রেখেছে পিসিবি। এর মধ্যে ক্যাটাগরি ‘বি’-তে রয়েছেন ১০ জন। বাবর-রিজওয়ানের সঙ্গে এখানে আছেন ফখর জামান ও শাহীন আফ্রিদির মতো অভিজ্ঞরা। তাদের সঙ্গে নতুন করে উন্নীত হয়েছেন আবরার আহমেদ, সাইম আইয়ুব, হারিস রউফ, সালমান আলী আঘা ও শাদাব খান। মোট ১২ জন নতুন ক্রিকেটার যুক্ত হয়েছেন কেন্দ্রীয় চুক্তির তালিকায়।
এক নজরে পাকিস্তান কেন্দ্রীয় চুক্তির তালিকা ২০২৫-২৬ :
ক্যাটাগরি বি (১০ জন) : বাবর আজম, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, শাদাব খান, শাহীন আফ্রিদি ও আবরার আহমেদ।
ক্যাটাগরি সি (১০ জন) : আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, সাহিবজাদা ফারহান, সাজিদ খান ও সৌদ শাকিল।
ক্যাটাগরি ডি (১০ জন) : আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, সালমান মির্জা, শান মাসুদ ও সুফিয়ান মুকিম।
বিডি প্রতিদিন/কেএ