সুনামগঞ্জের মধ্যনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইসলামিক গ্রন্থ বিতরণ করা হয়েছে। বিশিষ্ট কবি ও লেখক গুলশান আরা রুবীর রচিত ধর্মীয় গ্রন্থ ‘দৈনন্দিন দোয়া ও জিকিরের আমল’ মঙ্গলবার (১৯ আগস্ট) শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমানউল্লাহ আমান।
এ সময় বসুন্ধরা শুভসংঘ মধ্যনগর উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন সালমান, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল আহাদ, শুভসংঘের সদস্য শিহাব মিয়া ও বাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্যানেল চেয়ারম্যান মো. আমানউল্লাহ আমান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ মানুষ ও মানবতার কল্যাণে কাজ করছে। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
এদিকে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল আহাদ বলেন, ‘আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞ। আশা করি, ধর্মীয় ও মানবিক কাজের মাধ্যমে তারা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে।’
বসুন্ধরা শুভসংঘ মধ্যনগর উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন সালমান বলেন, তরুণ প্রজন্মকে নৈতিকতা ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে ইসলামিক বই পড়ার বিকল্প নেই। আমরা বিশ্বাস করি এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
বই বিতরণ শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান এবং নিয়মিত এ ধরণের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জামশেদ