মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
থাই মন্ত্রীর সঙ্গে তোফায়েলের বৈঠক

শুল্ক ও কোটামুক্ত সুবিধার আওতা বৃদ্ধির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ড সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সে দেশের বাণিজ্যমন্ত্রী মিসেস আপিরাদি তানট্রাপর্ন-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন গতকাল। বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে শুল্ক ও কোটামুক্ত সুবিধার আওতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানসম্পন্ন তৈরি পোশাক, পাটজাত পণ্য, ওষুধ এবং ফার্নিচারসহ বিভিন্ন পণ্য তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশে এখন বাংলাদেশের পণ্য রপ্তানি হচ্ছে, চাহিদাও দিন দিন বাড়ছে। থাইল্যান্ডের বাজারেও এসব পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। তবে কিছু সমস্যার কারণে প্রত্যাশা মতো পণ্য থাইল্যান্ডে রপ্তানি হচ্ছে না।

সর্বশেষ খবর