ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, নগরের প্রত্যেককে ময়লা ফেলতে হবে সন্ধ্যা ৭টার পর সিটি করপোরেশনের নির্দিষ্ট ডাস্টবিনে। গতকাল পুরান ঢাকার লালবাগ কেল্লার মোড়ে ডিএসসিসি ঘোষিত কর্মসূচি ‘পরিচ্ছন্নতা বছর-২০১৬’ উপলক্ষে জনসমাবেশ ও শোভাযাত্রার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএসসিসির চলমান জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।