মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

দেশে বাড়ছে মোবাইল গ্রাহক ইন্টারনেট ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক

দেশে বাড়ছে মোবাইল গ্রাহক ইন্টারনেট ব্যবহারকারী

দেশে ছয়টি মোবাইল অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৩  কোটি ৩৭ লাখ ২০ হাজার বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নভেম্বর মাসে মোবাইল গ্রাহক ছিল ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার। বিটিআরসির ডিসেম্বর মাসের হিসাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার। নভেম্বর মাসে এ সংখ্যা ছিল ৫ কোটি ৩৯ লাখ ৪১ হাজার। গতকাল প্রকাশিত বিটিআরসির প্রতিবেদনে দেখা যায়, মোবাইল অপারেটরদের মধ্যে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেলের গ্রাহক সংখ্যা যথাক্রমে ৫  কোটি ৬৬ লাখ ৭৯ হাজার, ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার, ২  কোটি ৮৩ লাখ ১৭ হাজার, ১ কোটি ৭ লাখ ১০ হাজার ও ১০ লাখ ৭ হাজার। গত নভেম্বরে মোবাইল অপারেটরগুলোর গ্রাহক সংখ্যা ছিল যথাক্রমে ৫ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার, ৩  কোটি ২৯ লাখ ৫৬ হাজার, ২ কোটি ৮২ লাখ ৯৬ হাজার, ১ কোটি ৩ লাখ ৪৫ হাজার ও ১০ লাখ ৩৪ হাজার। সরকারি মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক ৪১ লাখ ৪৩ হাজার। নভেম্বরে এ সংখ্যা ছিল ৪০ লাখ ৫৭ হাজার। ৯০ দিন সক্রিয় থাকার হিসেবে প্রতিবেদন প্রকাশ করে বিটিআরসি।

সর্বশেষ খবর