দেশে প্রথমবারের মতো পরিবেশবান্ধব শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি (এফএসসি-সিওসি) সার্টিফিকেট পেল দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গতকাল বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানের হাতে এ স্বীকৃতির সার্টিফিকেট তুলে দেন ফরেস্ট স্টেওয়ার্ডশিপ কাউন্সিল (এফএসসি) সার্টিফিকেট প্রদানকারী ইতালীয় প্রতিষ্ঠান রিনার সার্টিফিকেশন ম্যানেজার আসলাম খান। রিনা বিশ্বব্যাপী কাগজ ও টিস্যু প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে এফএসসি সার্টিফিকেট প্রদান করে। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, রিনা বাংলাদেশ লিমিটেডের সার্টিফিকেশন ম্যানেজার আসলাম খানসহ গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা।পরে পরিবেশবান্ধব শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার বিষয়টি তুলে ধরে বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্বজুড়ে এখন মানুষ পরিবেশ বিষয়ে সচেতন। বিশ্বব্যাপী কাগজ তৈরির প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধবের স্বীকৃতি হিসেবে এফএসসি সার্টিফিকেট নিতে হচ্ছে। বাংলাদেশে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডই একমাত্র প্রতিষ্ঠান যারা এ সার্টিফিকেট পেল। এ স্বীকৃতি পাওয়ার জন্য প্রায় দেড় বছর অপেক্ষা করতে হয়েছে। যেসব কাগজ তৈরির প্রতিষ্ঠান বন ধ্বংস না করে নিজেদের রোপণ করা গাছ থেকে কাগজ তৈরি করে, কারখানা পরিবেশবান্ধব যত বেশি, কাগজের রি-সাইকেলিং করা হয়, যারা শিশুশ্রম করায় না— এ ধরনের কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এফএসসি সার্টিফিকেট দেওয়া হয়। উন্নত বিশ্বে এখন মানুষ কাগজ কিনতে গেলেও খেয়াল করে, ট্যাগটি এফএসসি সার্টিফায়েড কিনা। এ বিষয়ে মানুষ এখন অনেক সচেতন।
শিরোনাম
- সৌদি, কুয়েত ও জর্ডানে ভয়াবহ ধূলিঝড়
- ইসলামের দৃষ্টিতে শাম অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব
- আর্সেনাল ম্যাচের আগে পিএসজিকে স্বস্তি দিলেন দেম্বেলে
- তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
পরিবেশবান্ধব শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি পেল বসুন্ধরা পেপার মিল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর