রমজানেও বাজারে নিত্যপণ্যের দাম সংযম মানছে না। ব্যবসায়ীরা নানান অজুহাতে বাড়িয়ে চলেছেন দাম। বাজার ঘুরে দেখা যায়, কয়েকদিনের ব্যবধানে বেশির ভাগ পণ্যেরই দাম বেড়েছে। বেশি বেড়েছে চিনি, ছোলা, ডাল, খেজুর, বেগুন, কাঁচামরিচ, মাছ ও মাংসের দাম। রমজান শুরু হওয়ার আগে থেকেই কয়েক দফায় এসব পণ্যের দাম বাড়ানো হয়েছিল। গতকাল বাজার ঘুরে দেখা গেছে, দাম বৃদ্ধির জন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা একে অপরকে দুষছেন। আর দায়িত্বশীলরা চলছেন সবকিছু না দেখার ভান করে। ক্রেতারা বলছেন, রমজান মাসে বাড়তি চাহিদাকে পুঁজি করে অতিরিক্ত মুনাফা লুটছেন ব্যবসায়ীরা। তারা বাজার অস্থির করে তুলেছেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান জানান, সরকারি হিসাবে চাহিদার চেয়ে পণ্য অনেক বেশি জমা আছে। এরপরও দাম বাড়লে তা কারসাজি ছাড়া কিছু নয়। তিনি সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। সংশ্লিষ্টরা বলছেন, দেশে বন্যা হয়নি। অতি বৃষ্টিতে ফসল নষ্ট হয়নি। ট্রাক ভাড়াও আছে স্বাভাবিক। এরপরও গতকাল বাজারে বেগুন ও কাঁচামরিচের কেজি ছিল ৬০ থেকে ৮০ টাকা। দুই সপ্তাহ আগেও বেগুনের কেজি ছিল ৩০ থেকে ৩৫ টাকা। কাঁচামরিচের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। বারিধারা বাজারের সবজি বিক্রেতা ফারুক হোসেন বলেন, রমজানের বাড়তি চাহিদা থাকায় গত কয়েকদিন ধরে পাইকারিতেই বেগুন ও কাঁচামরিচ বেশি দামে বিক্রি হচ্ছে। গত রবিবার থেকে কেজিতে ১০ টাকা বেড়ে শসা, গাজর ও টমেটো ৪৫ থেকে ৫০ টাকা হয়েছে। দুই সপ্তাহ আগেও ১০০ গ্রাম ধনেপাতা ১০ টাকা ছিল। গতকাল তা বিক্রি হয় ৩০ টাকায়। এ হিসাবে কেজি পড়ছে ৩০০ টাকায়। সবজির দাম কেন বাড়ছে— তার কোনো সদুত্তর দিতে পারেননি ব্যবসায়ীরা। কারওয়ান বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, এখন মোকাম থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
রমজানেও সংযম নেই নিত্যপণ্যের মূল্যে
মোস্তফা কাজল
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর