রমজানেও বাজারে নিত্যপণ্যের দাম সংযম মানছে না। ব্যবসায়ীরা নানান অজুহাতে বাড়িয়ে চলেছেন দাম। বাজার ঘুরে দেখা যায়, কয়েকদিনের ব্যবধানে বেশির ভাগ পণ্যেরই দাম বেড়েছে। বেশি বেড়েছে চিনি, ছোলা, ডাল, খেজুর, বেগুন, কাঁচামরিচ, মাছ ও মাংসের দাম। রমজান শুরু হওয়ার আগে থেকেই কয়েক দফায় এসব পণ্যের দাম বাড়ানো হয়েছিল। গতকাল বাজার ঘুরে দেখা গেছে, দাম বৃদ্ধির জন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা একে অপরকে দুষছেন। আর দায়িত্বশীলরা চলছেন সবকিছু না দেখার ভান করে। ক্রেতারা বলছেন, রমজান মাসে বাড়তি চাহিদাকে পুঁজি করে অতিরিক্ত মুনাফা লুটছেন ব্যবসায়ীরা। তারা বাজার অস্থির করে তুলেছেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান জানান, সরকারি হিসাবে চাহিদার চেয়ে পণ্য অনেক বেশি জমা আছে। এরপরও দাম বাড়লে তা কারসাজি ছাড়া কিছু নয়। তিনি সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। সংশ্লিষ্টরা বলছেন, দেশে বন্যা হয়নি। অতি বৃষ্টিতে ফসল নষ্ট হয়নি। ট্রাক ভাড়াও আছে স্বাভাবিক। এরপরও গতকাল বাজারে বেগুন ও কাঁচামরিচের কেজি ছিল ৬০ থেকে ৮০ টাকা। দুই সপ্তাহ আগেও বেগুনের কেজি ছিল ৩০ থেকে ৩৫ টাকা। কাঁচামরিচের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। বারিধারা বাজারের সবজি বিক্রেতা ফারুক হোসেন বলেন, রমজানের বাড়তি চাহিদা থাকায় গত কয়েকদিন ধরে পাইকারিতেই বেগুন ও কাঁচামরিচ বেশি দামে বিক্রি হচ্ছে। গত রবিবার থেকে কেজিতে ১০ টাকা বেড়ে শসা, গাজর ও টমেটো ৪৫ থেকে ৫০ টাকা হয়েছে। দুই সপ্তাহ আগেও ১০০ গ্রাম ধনেপাতা ১০ টাকা ছিল। গতকাল তা বিক্রি হয় ৩০ টাকায়। এ হিসাবে কেজি পড়ছে ৩০০ টাকায়। সবজির দাম কেন বাড়ছে— তার কোনো সদুত্তর দিতে পারেননি ব্যবসায়ীরা। কারওয়ান বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, এখন মোকাম থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ