Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ২৪ জুন, ২০১৬ ০১:১৪

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আলেম সমাজের সংহতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আলেম সমাজের সংহতি

ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার পক্ষে সায় দিয়েছেন রংপুরের আলেম সমাজ। গতকাল বিকালে পুলিশ কমিউনিটি হলে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মতবিনিময় সভায় আলেম সমাজ সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত হওয়ার অঙ্গীকার করেন। জেলা পুলিশ এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। পুলিশ সুপার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, রংপুর ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবুল কালাম, কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন,  জমিয়তে আহলে হাদিসের জেলা শাখার সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, বড় রংপুর কারামতিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী সরকার প্রমুখ।  সভায়  রংপুর নগরীর পাঁচ শতাধিক মসজিদের ইমাম ও মাদ্রাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর