রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
খালেদার কারামুক্তি দিবস

গণতন্ত্র পুনরুদ্ধার হবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আজ ১১ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নবম কারামুক্তি দিবস। ফখরুদ্দীন-মইনউদ্দিন সরকারের আমলে দীর্ঘ এক বছর কারান্তরীণ থাকার পর ২০০৮ সালের এই দিনে মুক্তিলাভ করেন তিনি। এরপর থেকে বিএনপি প্রতিবছরই দিনটিকে তার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তার নেতৃত্বে দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রয়েছে।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কতিপয় কুচক্রীর হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর ষড়যন্ত্রকারীরা জাতীয়তাবাদী রাজনীতিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু জনগণের কেড়ে নেওয়া অধিকার পুনরুদ্ধার করার লক্ষ্যে জিয়ার জাতীয়তাবাদী ও গণতন্ত্রের রাজনীতির পতাকা উড়িয়ে খালেদা জিয়া রাজনৈতিক মঞ্চে উপস্থিত হয়েছিলেন। সেই থেকে তিনি এ দেশের সব অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে অবিরাম লড়াই অব্যাহত রেখেছেন এবং জনগণ এ জন্য তাকে আপসহীন নেত্রীর উপাধিতে ভূষিত করেছে।

সর্বশেষ খবর