বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

অনুপস্থিত থাকলেই সিট বাতিল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক শিক্ষার্থী একটানা ১৫ দিন তার নির্ধারিত আসনে অনুপস্থিত থাকলে আবাসিক সুবিধা বাতিল করা হবে। গতকাল সকাল ১০টায় হল প্রাধ্যক্ষ পরিষদের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত হয়। সভা সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলে। প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ে এক সভা হয়। সভায় আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। সভায় আবাসিক সুবিধা বাতিল সংক্রান্ত ওই সিদ্ধান্ত হয়। এ ছাড়া অন্য সিদ্ধান্তগুলো হলো সংশ্লিষ্ট হলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী ব্যতীত অন্য কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না। আবাসিক শিক্ষার্থীদের বাইরেও শিক্ষার্থীদের বিশেষ আবাসিক-সুবিধা দেওয়া হবে।

সর্বশেষ খবর