শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

যথাযথভাবে আইনের প্রয়োগ করতে হবে

———————— সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহন আইনে পরিবারপ্রতি ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নেই। যথাযথভাবে আইনের প্রয়োগ করতে হবে। গতকাল বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, প্রতিদিন মাছির মতো মানুষ মরছে। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। এ শহরে যানজট নিত্যদিনের যাতনা। দুর্ঘটনা আমাদের নিত্যদিনের দুর্ভাবনা। যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে ‘ব্লেম গেম’ বা দোষারোপের খেলা না খেলে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, গাড়ির ব্যবহার সীমাবদ্ধ করতে হবে। আইনে বাধ্যবাধকতা থাকবে। আর দুর্ঘটনা, যানজট, নিয়মভঙ্গে কড়াকড়িভাবে আইন প্রয়োগ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর